আব্বাস সিদ্দিকীর সাথে জোট করতে আগ্রহী কংগ্রেসঃ কংগ্রেস নেতা আব্দুল মান্নান

এনবিটিভি : হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর গঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আগামী বিধানসভা ভোটে জোট গড়তে চাই বঙ্গ কংগ্রেস। এদিন দলের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

চিঠিতে মান্নান সাহেব সোনিয়া গান্ধিকে লিখেছেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। আব্বাস সিদ্দিকীর সভা সমাবেশে সাধারণ মানুষ ভালোই ভিড় জমাচ্ছে। সংখ্যালঘু জনজাতি দলিল সহ অনগ্রসর অংশে উন্নয়নের দাবি তুলে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে এরাজ্যে বাংলাভাষী মুসলিম দের মধ্যে কংগ্রেসের যে প্রভাব ছিল গত লোকসভা নির্বাচনের নিরিখে দেখলে তা অনেকটাই কমেছে।

মুর্শিদাবাদ, মালদা বা দুই দিনাজপুর সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলি ফলাফল দেখলেই তা বোঝা যায়। এই পরিস্থিতির ব্যাখ্যা করে প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের যুক্তি ধর্মনিরপেক্ষ কাঠামোর মধ্যেই আব্বাস সিদ্দিকীর নতুন দল যার সম্পাদক শিমুল সোরেন আদিবাসী জনজাতির ।

সংখ্যালঘু আরো ভালো ধরালে কংগ্রেসের বিপদ বাড়বে। বরং বাম-কংগ্রেস তাদের সঙ্গে নিয়ে মহাজোট তৈরি করতে পারলে রাজনৈতিক সমীকরণ এর মোড় ঘুরতে পারে।

 

সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এর সঙ্গে আলোচনা চালাচ্ছেন। আব্বাস সিদ্দিকী মূলত হুগলি, দুই ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে পার্থী দেবেন  বলে মনস্থির করেছেন।

Latest articles

Related articles