দুমাসের শিশু বাচ্চাকে বিক্রি বাবার, দুদিনের মধ্যে উদ্ধার পুলিশের

আলমগীর মোল্লা, ভাঙড়ঃ ব্যাঙ্কে টাকা তুলতে পাঠিয়ে দুই মাসের শিশুবাচ্চাকে কলকাতা নিয়ে এসে বিক্রি করল বাবা। বাড়ি ফিরে বাচ্চাকে না দেখতে পেয়ে খোজ শুরু করে বাচ্চার মা। এদিক ওদিক খোঁজ করে না পাওয়ায় ভাঙড় থানায় অভিযোগ জানায়। পুলিশ তদন্তে নেমে শিশুর বাবার সাথে কথা বলে, কথা বলে সন্দেহ হওয়ায় তাকে আটক করে এবং পুলিশি জেরায় সে কবুল করে যে, স্ত্রীকে ব্যাঙ্কে টাকা তুলতে পাঠিয়ে বাচ্চাকে নিয়ে কলকাতা রওনা হয় এবং কলকাতাতে বিক্রি করে দেয় সেই বাচ্চাকে।

পুলিশের এই সাফল্যে হাসি ফিরে এসেছে মায়ের মুখে। বাচ্চাকে কোলে তুলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি।

Latest articles

Related articles