জল্পনার অবসানে তৃণমূলে সামিল চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর

নিউজ ডেস্ক : চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে হুমায়ুন কবীর ইস্তফা দেন ৩১ শে জানুয়ারি। ইস্তফার সময় সুস্পষ্ট কোন কারণ জানাননি তিনি। শুধু বলেছিলেন কিছুদিন পর এই ব্যাপারে সুস্পষ্ট কারণ জানাবেন। জল্পনা উঠেছিল তার তৃণমূল কংগ্রেসে যোগদানের ব্যাপারে। অবশেষে সেই জল্পনার অবসান করে তিনি নাম লেখালেন ঘাসফুল শিবিরে।

আজ কালনার একটি জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ইতিপূর্বে তার স্ত্রী অনিন্দিতা ও তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন।

গতমাসে বীরভূম এবং পুরুলিয়ার পুলিশ কমিশনারের বদলির পর বদলির নির্দেশ আসে তথাকথিত শাসকদল ঘনিষ্ঠ হুমায়ুন কবিরেরও। তবে সেই বদলির পূর্বেই নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা।

একসময় মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত পুলিশ আধিকারিক থাকা হুমায়ুন কাবির পদত্যাগের আগে বেশ কয়েকবার সংখ্যালঘুদের পশ্চাত্পদ অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। আবার সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য গ্রেপ্তার করেছেন বেশকিছু গেরুয়া উগ্রবাদীদের। আপাতত তৃণমূলে যোগদান এর পর তার স্ত্রী আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।

Latest articles

Related articles