অস্ট্রেলিয়ান ওপেন এবং নোভাক জকোভিচ, আ বেটার লাভ স্টোরি দ্যান টুইলাইট সাগা।’ কথাটা যে কতটা সত্যি রবিবাসরীয় রড লেভার এরিনায় সেটা আরও একবার প্রমাণ করলেন জকোভিচ নিজেই। রাশিয়ার দানিল মেদভেদকে স্ট্রেট সেটে উড়িয়ে নবমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেনে ঝুলিতে ভরলেন সার্বিয়ান তারকা। আর কেরিয়ারে মেজর জয়ের নিরিখে এই অস্ট্রেলিয়ান ওপেন জয় সাবালক করল ‘জোকার’কে। অর্থাৎ, নবম অস্ট্রেলিয়ান ওপেন জিতে কেরিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করলেন বিশ্বের পয়লা নম্বর।
Popular Categories