দিল্লির দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদ সারিয়ে পুরনো অবস্থায় ফেরাল জমিয়ত

দিল্লি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদ মেরামত করে দিল জমিয়তে উলামায়ে হিন্দ। গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব দিল্লির গোকুলনগরে দাঙ্গাবাজদের হাতে আক্রান্ত হয় ওই এলাকার মসজিদ। ব্যাপক ভাঙচুর করার ঘটনা ঘটে। সে সময় সেই ভাঙচুরের দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই মসজিদের মিনারের একাংশ ভেঙে দিয়ে তার মাথায় গেরুয়া পতাকা লাগাতে দেখা যায় দাঙ্গাবাজদের। তা নিয়ে ব্যাপক হইচই হয়েছিল। সেই মসজিদটি মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সংগঠনের কর্মীদের নির্দেশ দেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তার নির্দেশে অবশেষে গোকুলনগরের মসজিদটিকে মেরামত করে দেওয়া হয়েছে।

জমিয়তের তরফে জানানো হয়েছে, তারা দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ৫৫টি বাড়ি ও দুটি মসজিদ তারা প্রথম ধাপে তৈরি ও মেরামত করে দিয়েছে। দ্বিতীয় ধাপে ৪৫টি বাড়ি তৈরি করে দেওয়া ছাড়াও একটি ক্ষতিগ্রস্ত মসজিদ মেরামত করে দেওয়া হয়েছে। আর ক্ষতিগ্রস্ত ১৩০টি বাড়ি সারিয়ে দেওয়া হয়েছে।

আরও জানানো হয়েছে, জ্যোতি নগরে একটি কবরস্থানের প্রাচীর ভেঙে ফেলেছিল দাঙ্গাবাজরা্। সেগুলি পুনর্নির্মাণ করে দিয়েছে জমিয়ত। তৃতীয় ধাপে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের কাজে হাত লাগানো হয়েছে বলেও জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, নতুন করে ৩০টি বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে মাওলানা আরশাদ মাদানি বলেন, দিল্লির দাঙ্গা ছিল পূর্ব পরিকল্পিত ও প্রশাসনের মদতে সংঘটিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এক শ্রেণির মিডিয়া সাম্প্রদায়িক প্রচার করছে। এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলেন, রিঙ্কু শর্মা নামে এক যুবক খুন হয়েছির উত্তর পূর্ব দিল্লিতে। বন্ধুদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই খুন হয়। তার মা পুলিশকে জানান এটা সাম্প্রদায়িক খুন নয়। তবু এক শ্রেণির মিডিয়া সেটাকে সাম্প্রদায়িক রং দিতে ব্যস্ত হয় বলে অভিযোগ করেন আরশাদ মাদানি।

Latest articles

Related articles