কাতারে ফুটবল বিশ্বকাপ প্রস্তুতির কাজে গত এক দশকে ৬ হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। এ শ্রমিকদের সবাই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কাতারে কাজ করতে গিয়েছিলেন। প্রতি সপ্তাহে গড়ে দক্ষিণ এশিয়ার ১২ জন শ্রমিকের মৃত্যু হয় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনে বিশাল কর্মযজ্ঞ চলছে কাতারে। তবে নজিরবিহীন এই কর্মযজ্ঞে গত দশ বছরে প্রাণ হারিয়েছেন ৬ হাজারের বেশি অভিবাসী শ্রমিক। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার অভিবাসী শ্রমিকরাই এই ১০ বছরে বিশ্বকাপ প্রকল্পে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন। ২০১০ সালের ডিসেম্বরের যে রাতে কাতার বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেয়েছিল, সে রাত থেকে এ পর্যন্ত ৬ হাজারের বেশি অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতি সপ্তাহে গড়ে প্রাণ হারিয়েছেন ১২ জন অভিবাসী শ্রমিক।