আন্তর্জাতিক শরণার্থী আইন সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের আরিফ

মোঃ ছিদ্দিক, বরিশালঃ ব্রিটিশ ভিত্তিক সংস্থা ‘ইএলএসএ’ আয়োজিত ‘আন্তর্জাতিক শরণার্থী আইন’ বিষয়ক কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশ নেবেন শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলী।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার লন্ডন সময় সকাল ১০টায় এই অনলাইনে সম্মেলনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা। ‘শরণার্থী আইন’ বিষয়ক এই আয়োজনে আরও অংশ নিবেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা’ ইউএনএইচসিআর উচ্চপর্যায়ের বিভিন্ন অফিসারসহ প্রফেসর সোফিয়া পিন্টু, প্রফেসর গিলবার্ট, ডাক্তার কেলভানসহ আরও অনেকে।

আরিফ রহমান শিবলী অতীতে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, কানাডা সরকারের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছিলেন। পাশাপাশি শিশু অধিকার নিয়ে কাজ করে পেয়েছেন ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস পদক। জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পেয়েছে এই তরুণের ছবি।

আরিফ বলেন, রোহিঙ্গা সমস্যাসহ বেশকিছু বিষয় নিয়ে সম্মেলনে কথা বলবেন তিনি। বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আহ্বানও জানাবেন।

Latest articles

Related articles