জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন মিঠুন চক্রবর্তী। একদম বাঙালিবাবুর সাজে ধুতি-পাঞ্জাবি পড়ে মঞ্চে উঠলেন মিঠুন। মঞ্চ থেকে বলেন, ‘আমি গর্বিত আমি বাঙালি।’ প্রসঙ্গত, একদা বাম ঘনিষ্ঠ তারপর তৃণমূল রাজ্যসভার সাংসদ এবার গেরুয়া শিবিরের নাম লেখালেন। গত এক মাস ধরেই জল্পনা চলছিল মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতকে কেন্দ্র করে। আর আজ মোদির সভায় যোগ দিলেন তিনি।
যদিও এই যোগদানকে আমল দিতে চাননি তৃণমূল সাংসদ সৌগত রায়। এতে দলের ওপর কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেন তিনি। সৌগত বলেন, মিঠুন একসময় বাম ঘনিষ্ঠ ছিলেন। তারপর তৃণমূল নেত্রী রাজ্যসভার সাংসদ করেছেন তাঁকে, আর এখন গেরুয়া শিবিরে যোগদান দিয়েছেন তিনি। সৌগত বিস্ফোরক দাবি করে বলেন, ইডি-কে দিয়ে ভয় দেখিয়েছে বিজেপি এবং সেই কারণেই মিঠুন চক্রবর্তী যোগদান দিয়েছেন বিজেপিতে।
এদিন যদিও নাম না করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’ যদিও মহাগুরুর যোগদানে কিছুটা হলেও অস্বস্তিতে শাসকদল বলে কেউ কেউ মনে করছেন কিন্তু ফাঁকা ব্রিগেড যে মোদী নেতৃত্বাধীন বিজেপির জন্য এরাজ্যে ইঙ্গিতপূর্ণ তা সবাই বুঝতে পারছেন। পরিস্থিতি খারাপ বুঝে মোদি নিজের আক্ষেপ ভুলে সবাইকে শান্ত করার জন্য বলেন, এত বড়ো জনসভা কখনো দেখেননি কিন্তু সত্যটা তো সবাই দেখছেন।