এনবিটিভি: প্রতি বছর বাংলা মাসের 21,22,23 এ ফাল্গুন ফুরফুরা শরীফে অনুষ্ঠিত হয় ধর্মীয় সমাবেশ । এই শরীফের মূখ্য ব্যক্তিত্ব আবু বক্কর সিদ্দিকী দাদাহুজুর নামে পরিচিত । পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম,ত্রিপুরা,বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তিন দিনে প্রায় 35 লক্ষ মানুষ যোগ দেন এই সমাবেশে । এত বড় জন সম্মেলনে যে পরিষেবা দেওয়ার কথা ক্ষমতায় আসার আগে থেকেই বলে এসেছে রাজ্যের সরকার ক্ষমতায় আসার পরেও তার বেশীর ভাগটাই দেননি বলেই দাবী শরীফ কমিটির । পীর ইব্রাহিম সিদ্দিকী জানান,”অন্যান্যবার বাথরুম লাইটের যেরকম ব্যবস্থা দেয় রাজ্য সরকার,এবার তা অনেকটাই কম । দু’বছর ধরে বাথরুমে কাজ অসম্পূর্ণ হয়ে পরে আছে । মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে । রাস্তার অবস্থাও খুব খারাপ।মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন প্রতিশ্রুতি দেন ফুরফুরা শরীফে আসার জন্য পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করবেন।সেই কাজ আজও হয়নি । “এত অসুবিধার মধ্যেও মানুষের ঢল নেমেছে ফুরফুরা শরীফে । ফুরফুরা শরীফ কমিটি সকলকে সাবধানতা অবলম্বন করে এসে পুন্যি অর্জনের আহ্বান জানিয়েছেন ।
Related articles