হুইল চেয়ারকে বাহন করেই প্রচারে নামবেন বাংলার নিজের মেয়ে

কালই নন্দীগ্রামের হয়ে নমিনেশন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সরকারীভাবে এখন নন্দীগ্রামের ২৯৪ নং কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তিনি।কিন্তু বুধবার নন্দীগ্রামে প্রচার করার সময় পায়ে চোট পান দলনেত্রী।সামনেই একুশের ভোট।এখন নেত্রী হাসপাতালে থাকলে তৃণমূলের প্রচার কী ভাবে হবে তা নিয়ে চিন্তিত ছিলেন তৃণমূলের নেতা, কর্মী থেকে সমর্থকেরা। সব চিন্তার অবসান ঘটিয়ে আজই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের বেড থেকে বার্তা দিলেন দলের উদ্দেশ্যে,বললেন দরকার হলে হুইল চেয়ার নিয়েই তিনি প্রচারে ঝাঁপাবেন। বৃহস্পতিবার হাসপাতালে বেডে শুয়ে শুয়েই একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি দলীয় কর্মী, সমর্থকদের সংযত থাকার বার্তা দিয়েছেন।

সেখানে তিনি জানিয়েছেন, দুই এক দিনের মধ্যেই তিনি প্রচার শুরু করবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার যাঁরা কর্মী ভাইবোনের আছেন, তাদের বলছি গতকাল আমার খুব জোরেই চোট লেগেছিল এবং আমার পায়ে চোট আছে, ইনজুরি আছে লিগামেন্টে চোট লেগেছে। কাল আমরা মাথায় এবং চেস্টে খুব পেনও হয়েছে। এতবড় একটা চোট লেগেছে। গাড়ির বনেটের ওপরে আমি দাঁড়িয়ে সকলকে নমস্কার করছিলাম। তখন এমন জোরে চাপ আসে তখন পুরো গাড়িটা আমার পায়ের ওপর চেপে যায়। আমার কাছে যে ওষুধগুলো ছিল সেগুলো খেয়ে কলকাতার দিকে রওনা হই। ডাক্তারদের চিকিৎসাতেই আমি আছি। আমি অনুরোধ করব সকলের কাছে, সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের কোনও অসুবিধা হয়। আশা করি আমি আবার দু’তিন দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের প্রব্লেম থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং কিছুই আমি নষ্ট করব না। কিন্তু হয়তো কিছুদিন আমাকে হুইল চেয়ারে ঘুরতে হবে।’’

এখন তৃণমূল সমর্থকেরা অপেক্ষা করছেন নেত্রীকে মাঠে পাওয়ার আশায়।

Latest articles

Related articles