বিগত 2016 র নির্বাচনের আগে ইলেকশন কমিশনকে দেওয়া রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সম্পত্তির পরিমাণ ছিল তিরিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি। সামনেই একুশের বিধানসভা নির্বাচন। কমিশনের নিয়ম অনুযায়ী ভোটপ্রার্থীকে দাখিল করতে হয় বর্তমান সম্পত্তির হিসাব। তাই হিসাব দাখিল করেছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, সম্পত্তির পরিমান ষোলো লক্ষ বাহাত্তর হাজার টাকার কাছাকাছি। এবং তাঁর কাছে থাকা সোনার পরিমাণ নয় গ্রাম মত। যার মূল্য তেতাল্লিশ হাজার আটশো সাঁইত্রিশ টাকা মত। পাঁচ বছরে কমেছে মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ। আর সেটা কমেছে প্রায় চোদ্দো লক্ষ টাকার কাছাকাছি।