নিউজ ডেস্ক : জল্পনা সত্যি করে আজ, রবিবারই বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী। অমিত শাহের সভায় যাওয়ার পথে তিনি বলেন, “শুভেন্দু যা বলছে তাই হবে। ও বললে প্রচারে যাব। নন্দীগ্রামেও যাব।” উল্লেখ্য শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকে নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী। তৃণমূল কংগ্রেসের হয়ে তারপর থেকে তেমন কোন মন্তব্য থাকে করতে দেখা যায়নি বরং তিনি সমর্থন করে গিয়েছেন বিজেপিতে যোগদান করা তার দুই পুত্রকে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীকে মীরজাফর বলে কটাক্ষ করায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে পাল্টা আক্রমণ করেন তিনি। জানিয়েছিলেন, আমার ছেলেদের কে আক্রমণ করলে আমি চুপ করে থাকব না। তারপর থেকেই জল্পনা চলছিল শিশির অধিকারী আদৌ আর তৃণমূল কংগ্রেস আছেন কিনা। কিছুদিন আগেই তিনি জানান, কে বলেছে আমি তৃণমূলে আছি কে বলেছে? ছেলেরা বললেই অমিত শাহ, মোদীর সভায় যাবো এবং বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করব।
তবে বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী তালিকা প্রকাশের পর অন্তর্দ্বন্দ্বের কারণে বর্তমানে রাজ্যে বিজেপির বেসামাল অবস্থা দেখার পরও বিজেপিতে যোগ দিতে যাওয়া শিশির অধিকারী আক্ষেপ করে বলেন, “আমাকে কার্যত ধাক্কা মেরে বিজেপির দিকে পাঠিয়ে দেওয়া হল।” তবে ইতোপূর্বে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বর্ষীয়ান এই তৃণমূল সাংসদ। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ ই মার্চের নন্দীগ্রাম সভাতে দুর্ঘটনার শিকার হলে তা নাটক বলে মন্তব্য করেছিলেন শিশির অধিকারী। ওই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছিলেন তিনি। যার ফলে শিশিরের তৃণমূল কংগ্রেসে থাকা কার্যত অসম্ভব হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসন ছেড়ে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করতে আসায়ও ক্ষুব্ধ হয়েছিলেন শিশির। তিনি তার ছেলের সুরে সুর মিলিয়ে বলেছিলেন আমার ছেলের শুভেন্দুর রাজনৈতিক জীবন শেষ করার জন্যই মমতা নন্দীগ্রাম থেকে লড়ছেন।