মহঃ সেলিমের সমর্থনে মহামিছিল চন্ডীতলায়।ডনকুনি দিল্লী রোড থেকে চন্ডীতলা কলাছড়া পর্যন্ত সুবিশাল মিছিল করে সংযুক্ত মোর্চা।মিছিলে উপস্থিত মহঃ সেলিম মিনাক্ষী মুখার্জী বাদশা মৈত্র।ধামসা মাদল আদিবাসী নৃত্য আর লাল বেলুনে সজ্জিত মিছিল অহল্যাবাই রোড ধরে এগিয়ে চলে।