নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে রাজ্যে রাজনৈতিক অঙ্গনে মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াই লক্ষ্য করা গিয়েছে। সেখানে বাম নেতৃত্বাধীন আইএসএফ ততটা সুবিধা করতে পারেনি বলে মনে হচ্ছে অনেকের। তাই বাম কর্মী-সমর্থকদের ভোট টানার জন্য চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। কখনো শুভেন্দু তো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাম কর্মীদেরকে নিজেদের ভোট নষ্ট না করে তাদের দলকে দিতে অনুরোধ করছেন। তবে এবার এই ব্যাপারে উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে ডুয়ার্সের সাধারণ মানুষকে সতর্ক করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আবেদন করলেন, তৃণমূলের পরিবর্তে বিজেপি নয়, ভোট সংযুক্ত মোর্চাকেই দিতে হবে। বললেন, ‘‘কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না।’’
ত্রিপুরায় সরকার বদলের পর পরিস্থিতি কতটা পাল্টেছে, সেই উদাহরণ টেনে মানিক বলেন, ‘‘বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মিস-কল দিলেই সরকারি চাকরি মিলবে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ক’টা চাকরি হয়েছে, তার কোনও হিসাব সাধারণ মানুষের কাছে নেই।’’ বিজেপি-র দেওয়া আসল পরিবর্তনের স্লোগানকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার তথাকথিত ডবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নতির পরিবর্তে অবনতির জন্য কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন। এর আগে তিনি বলেছিলেন, ত্রিপুরার সাধারণ মানুষ শুধু এখন মুক্তি চাইছেন এই বিজেপির অপশাসনের হাত থেকে তাই ইচ্ছা করে এ রাজ্যের মানুষ যেন বিষ পান না করেন। তবে তার কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিরোধী হলেও তিনিও চান না তৃণমূলকে তাড়াতে গিয়ে বিজেপির আগমন হোক।