উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ১-৩ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। তারপরেই ডিভিলিয়ার্সকে দলে ফেরানোর দাবি জোরালো হচ্ছে।নিজে দৌড়বিদ। কিন্তু ক্রিকেটকে তিনি প্রচণ্ড ভালবাসেন। রবিবার কেকেআরের বিরুদ্ধে এবি ডিভিলিয়ার্সের তাণ্ডব দেখে ইয়োহান ব্লেক মনে করছেন, অবিলম্বে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ফিরিয়ে আনা উচিত তাঁকে।
উল্লেখ্য, আইপিএলে আসার আগে বর্তমান প্রোটিয়া কোচ মার্ক বাউচারের সঙ্গে কথা হয়েছে ডিভিলিয়ার্সের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর জাতীয় দলের প্রত্যাবর্তন নিয়েও প্রাথমিক কথাবার্তা হয়েছে। প্রতি ম্যাচে ডিভিলিয়ার্স যেন দেখিয়ে দিচ্ছেন জাতীয় দলের ঢোকার ব্যাপারে তিনি কত বড় দাবিদার।
কেকেআর-এর বিরুদ্ধে তাঁর ৩৬ বলে ৭৬ দেখে ব্লেক টুইটারে লিখেছেন, ‘উফ, ডিভিলিয়ার্স যেন অন্য উচ্চতায় রয়েছে। প্রিয় দক্ষিণ আফ্রিকা, এই খেলোয়াড়টাকে অবশ্যই তোমাদের দলে ঢোকাতে হবে।’
Wow de Villiers is on a different level. South Africa 🇿🇦 come on you need this man. @ABdeVilliers17 @OfficialCSA
— Yohan Blake (@YohanBlake) April 18, 2021