নিউজ ডেস্ক : ভারতে করোনা সংক্রমণ অতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনা সংক্রমনের এই দ্বিতীয় ঢেউ উদ্বিগ্ন করেছে ব্রিটেনকে। সে জন্য তারা ভারতকে রেড লিস্ট দেশগুলোর তালিকাভুক্ত করেছে। অর্থাৎ ভারত থেকে কোন ব্যক্তি সহজে ব্রিটেনে যেতে পারবেন না। এ ক্ষেত্রে শুধুমাত্র ছাড় পাবেন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের নাগরিকরা যারা বর্তমানে ভারতে রয়ে গিয়েছেন। তবে তাদের দেশে ফেরার পর সেখানে নিজ খরচে সরকারি ব্যবস্থাপনায় ১০ দিন কোয়ারেন্টাইন এ থাকতে হবে। শুক্রবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে যুক্তরাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য ম্যাট হ্যানকক এই ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যাপারে জানিয়েছেন, এই বিষয়টি কঠিন এবং হতাশাজনক, কিন্তু এছাড়া আমাদের সামনে আর কোন পথ নেই এই মুহূর্তে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে করোনাভাইরাস এর বাড়তি প্রাদুর্ভাবের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর ইতিমধ্যে বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য সরকার। গত বছরের ডিসেম্বর মাসে যখন ব্রিটেনে করোনা ভাইরাসের প্রভাবে ছড়িয়ে পড়েছিল সে সময় ব্রিটেন থেকে আসা সমস্ত ফ্লাইট বাতিল করে দিয়েছিল ভারত সরকার। ভারতে গত কাল ২ লাখ ৫৯ হাজারের বেশি করোনার নতুন সংক্রমণ এবং ১৭০০ এর বেশি করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর এসেছে।