দেশের নানা প্রান্তে সাধারণ মানুষ থেকে সেলেব, রাজনীতিক, করোনা থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এই আবহেই বাংলা সহ ৫ রাজ্যে চলছে নির্বাচন। যাঁদের উপর এই অতিমারী আবহে নির্বাচনের গুরু দায়িত্ব, তাঁরাও এবার আক্রান্ত মারণ ভাইরাসে। করোনা আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এই মারণব্যাধিতে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা অবসর নেওয়ার পরেই উত্তরসূরি হিসেবে মুখ্য নির্বাচন কমিশনারের পদ গ্রহণ করেছেন সুশীল চন্দ্র। জানা গিয়েছে, সেই সময়ই তাঁর শরীরে বাসা বেঁধেছিল ভাইরাস। যে কারণে বাড়িতে বসেই নিজের দায়িত্ব বুঝে নিয়েছিলেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে সরকারিভাবে জানানো হয়, সুশীল চন্দ্র করোনা আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও। দু’জনই আপাতত বাড়ি বসেই কাজ করছেন। বঙ্গে এখনও বাকি তিন দফার ভোট। ২২, ২৬ এবং ২৯ তারিখ হবে ভোটগ্রহণ। এমন পরিস্থিতিতে দুই গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগে নির্বাচন কমিশনের অন্যান্য পদস্থ আধিকারিকরা। তবে সবই ব্যবস্থা করা রয়েছে বলে জানানো হয়েছে।