করোনা আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল

দিল্লিতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। ভাইরাসের দাপট থেকে রেহাই পেল না স্বয়ং মুখ্যমন্ত্রীর অন্দরমহলও। করোনা আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি। কিন্তু সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে মুখ্যমন্ত্রী নিজেও রয়েছেন আইসোলেশনে। গত বছরের জুন মাসে বেশ কিছু উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর জ্বর এবং গলা ব্যথা ছিল। কিন্তু সেসময় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। রাজধানীতে বাড়তে থাকা ভাইরাসের সংক্রমণের মাঝে মুখ্যমন্ত্রীর বাড়িতেও এমন পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগ বাড়িয়েছে। এই মুহূর্তে দিল্লিতে কার্যকর হচ্ছে টানা ৬ দিনের লকডাউন। করোনা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই তার মোকাবিলার জন্য গতকাল ফের লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। গতকাল রাত ১০টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত রাজধানীতে বহাল থাকবে লকডাউন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৮৬ জন। ফলে করোনা সক্রিয় রোগীর সংখ্যা সেখানে হয়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৮৭ জন। জারি রয়েছে মৃত্যু মিছিলও। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মারা গেছেন ২৪০ জন করোনা রোগী।

Latest articles

Related articles