নিউজ ডেস্ক : বাংলাদেশে আবার ঘটল নৌদূর্ঘটনা। পদ্মা নদীতে নৌকা দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ২৫ জনের। দুই নৌকার মুখোমুখি সংঘর্ষের ফলে এই বিপত্তি বলে জানা গেছে। এখনও পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৭টা নাগাদ মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালিবোঝাই একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হয় এক যাত্রীবাহী স্পিডবোটের। এর ফলে মৃত্যু হয় অন্তত ২৫ জনের। ওই নৌকাটিতে সওয়ার ছিলেন কমপক্ষে তিরিশ জন যাত্রী। এই ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান স্থানীয় সংবাদমাধ্যমে জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হয় যানটির। সংঘর্ষে স্পিডবোটটি উলটে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশে এমন নৌকাডুবির ঘটনা প্রায়শই দেখা যায়। গত এপ্রিল মাসে ও শীতলক্ষা নদীতে এক নৌকা ডুবিতে মৃত্যু হয় ৫ জনের। বহুদিন ধরে ড্রেজিং করা হয় না বাংলাদেশের বেশিরভাগ নদীগুলোর। ফলে নাব্যতা ঘাটতি, জায়গায় জায়গায় গজিয়ে ওঠা আগাছা, জেগে ওঠা চর এবং অতিরিক্ত যাত্রীসহ নৌচলাচল এই সব দূর্ঘটনার মূল কারণ বলে মনে করা হয়।