করোনা আবহে ফের স্থগিত সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। এই দুই কেন্দ্রে প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশন প্রথমে ভোট স্থগিত করে। তারপর নতুন দিন ঘোষণা করে ১৬ মে। কিন্তু আজ সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সেই ভোট গ্রহণ স্থগিত বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন দেশের মোট তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন। তার মধ্যে মুর্শিদাবাদের দুটি কেন্দ্র ছাড়াও রয়েছে ওড়িশার পিপলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সবকটি কেন্দ্রে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ভোট স্থগিত বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি পবন গুপ্ত।
Popular Categories