আগামীকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন করুণানিধি পুত্র এম কে স্ট্যালিন। গত ২ মে নির্বাচনের ফলাফল বের হতেই দেখা যায় বিজেপি-এআইডিএমকে জোটকে ফুতকারে উড়িয়ে দিয়েছেন স্ট্যালিন। লোকসভার পর বিধানসভায় কার্যত স্ট্যালিন ঝড়ে ভেঙে গিয়েছে জয়ললিতার দূর্গ। একঝলকে রইল তাঁর মন্ত্রিসভার সদস্যরা।
মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রদফতর, জেলা শাসক দফতর, বিশেষ অনুষ্ঠান, অনগ্রসর জাতি কল্যান মন্ত্রক: এম কে স্ট্যালিন
সেচ, খনিজ, পরিষদীয় মন্ত্রী: দুরিয়ামুরুগান
পানীয় জল সরবরাহ, গ্রামোউন্নয়ন, পৌরনিগম মন্ত্রী: কে এন নেহেরু
সমবায় মন্ত্রী: কে পেরিয়াস্বামী
উচ্চশিক্ষা মন্ত্রী: কে পুনমোদি
পূর্ত ও আবাসন দফতর: ই ভি ভেলু
কৃষি, উদ্যানবিদ্যা, কৃষক উন্নয়ন: পানেরসেলভাম
কর ও আপত্কালীন তত্পরতাবিভাগীয় মন্ত্রী: রামচন্দ্রন
শিল্পমন্ত্রী: থাঙ্গাম ঠেনারুসু
আইন ও বিচার ব্যবস্থা মন্ত্রী: এস রঘুপথী
নগরউন্নয়ন ও আবাসন মন্ত্রী: এস মুত্থস্বামী
পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন দফতর: কে আর পেরিয়াকারুপ্পান
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্রমন্ত্রী: টি এম অন্নবারসান
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী: এম পি স্বামীনাথান
সামাজিক ন্যায়, শিশু ও মহিলা সুরক্ষা মন্ত্রী: পি গীথা জীবন
মত্স্য ও প্রানীসম্পদ উন্নয়ন মন্ত্রী: অনিথা আর রাধাকৃষ্ণণ
পরিবহন মন্ত্রী: এস আর রাজাকান্নাপান
বনমন্ত্রী: কে রামচন্দ্রন
খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী: আর সাক্কারপানি
বিদ্যুত্ ও অচিরাচরিত শক্তি মন্ত্রী: ভি সেন্থিবালাজি
বস্ত্রমন্ত্রী : আর গান্ধি
স্বাস্থ্য ও জনস্বাস্থ্য মন্ত্রী: সুব্রামানিয়াম
বাণিজ্যিক কর মন্ত্রী: পি মুর্তী
অনগ্রসর জাতি কল্যাণ মন্ত্রী: শিবশঙ্কর
হিন্দু জাতি কল্যাণ মন্ত্রী: সেকারবাবু
অর্থ ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী: পানালাভিল থিগারাজন
দুগ্ধ ও ডেয়ারি মন্ত্রী: এস এম নাসার
সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী: জিঞ্জি কেস মাস্থান
স্কুলশিক্ষা মন্ত্রী: থিরু আনবিল মহেশ পুয়ামোঝি
পরিবেশ, আবহাওয়া, যুবকল্যান ও ক্রীড়ামন্ত্রী: মেয়ানাথান
শ্রম দফতর: সি ভি গণেশন
তথ্য প্রযুক্তি মন্ত্রী: টি মানো থাঙ্গারাজ
পর্যটন মন্ত্রী : মাঠিভেন্থান
আদি দ্রাবিড় কল্যাণ মন্ত্রী: কৈলাবজি সেহাবরাজ
৩৪ জন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্ট্যালিন।