ভাঙড়: করোনা কেড়ে নিল ভাঙড় ২ নম্বরের ব্লক সভাপতিকে।আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
অহিদুল সাহেব ভাঙড় -২ ব্লকের সভাপতির পাশাপাশি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। বিধানসভা ভোটের প্রচার করতে গিয়ে করোনায় আক্রান্ত হন তিনি। গত ১০ দিন ধরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে, চলে গেলেন না ফেরার দেশে। শোকের ছায়া রাজনৈতিক মহলে।