পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রীসভা তালিকা প্রকাশ

রাজ্য মন্ত্রী সভায় যে সমস্ত বিধায়ক ঠাঁই পেলেন সেই তালিকা:

[ক্যাবিনেট মন্ত্রী]
১. সুব্রত মুখোপাধ্যায়,
২. পার্থ চট্টোপাধ্যায়,
৩. অমিত মিত্র,
৪. সাধন পান্ডে,
৫. জ্যোতিপ্রিয় মল্লিক,
৬. বঙ্কিমচন্দ্র হাজরা,
৭. মানসরঞ্জন ভুঁইয়া,
৮. সৌমেনকুমার মহাপাত্র,
৯. মলয় ঘটক,
১০. অরূপ বিশ্বাস,
১১. উজ্জ্বল বিশ্বাস,
১২. অরূপ রায়,
১৩. রথীন ঘোষ,
১৪. ফিরহাদ হাকিম,
১৫. চন্দ্রনাথ সিনহা,
১৬. শোভনদেব চট্টোপাধ্যা,
১৭. ব্রাত্য বসু,
১৮. পুলক রায়,
১৯. শশী পাঁজা,
২০. গুলাম রব্বানি,
২১. বিপ্লব মিত্র,,
২২. জাভেদ খান,
২৩. স্বপন দেবনাথ,
২৪. সিদ্দিকুল্লা চৌধুরী,
[রাষ্ট্র মন্ত্রী]
২৫. বেচারাম মান্না,
২৬. সুব্রত সাহা,
২৭. হুমায়ুন কবীর,
২৮. অখিল গিরি.
২৯. চন্দ্রিমা ভট্টাচার্য,
৩০. রত্না দে নাগ,
৩১. সন্ধ্যারানি টুডু,
৩২. বুলুচিক বারাইক,
৩৩. সুজিত বসু এবং
৩৪. ইন্দ্রনীল সেন।
৩৫. দিলীপ মন্ডল
৩৬. আখরুজ্জামান
৩৭. শিউলী সাহা
৩৮. শ্রীকান্ত মাহাতো
৩৯. ইয়াসমিন সাবিনা
৪০. বীরবাহা হাঁসদা
৪১. জ্যোৎস্না মান্ডি
৪২. পরেশ চন্দ্র অধিকারী
৪৩. মনোজ তিয়াওরী

Latest articles

Related articles