অবশেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। চলতি মরসুম শেষেই ক্লাব ছাড়বেন তিনি, ফুটবলারদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। সূত্রের খবর, গত সপ্তাহে সেভিয়া ম্যাচের পরেই তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এবার সেই সিদ্ধান্তে শিলমোহর দিতে চাইছেন রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে।
টানা চার মরশুম কোচিং করানোর পর এ বার কি রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন জিনেদিন জিদান। খবরটা আগেই ছিল, সেই খবরে এবার সত্যতা স্বীকার করলেন জিদান। গোলের খবর অনুযায়ী, জিনেদিন জিদান তাঁর দলকে জানিয়েছেন , ২০২০-২১ মরসুম শেষ হলেই তিনি ক্লাব ছাড়বেন। গত রবিবার লা লিগায় সেভিয়ার সঙ্গে ২-২ ড্র করার পরেই সাজঘরে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন।
এই নিয়ে দ্বিতীয়বার তিনি রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এর আগে ২০১৮ সালে ক্লাব থেকে পদত্যাগ করেছিলেন তিনি। সেই বছর টানা তৃতীয়বার উয়েফা চ্যামিপয়ন্স লিগ ঘরে তুলে ছিল রিয়াল। তারপরেই পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন জিদান।
চলতি বছরের ২৩মে হতেই পারে জিদানের এই মরসুমে রিয়ালের হয়ে শেষ ম্যাচ। আজ রবিবার, লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে খেলবে তাঁর দল, পরের রবিবার ২৩শে মে ভিলেরিয়ালের বিরুদ্ধে মরসুমে লা লিগার শেষ ম্যাচে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। সেটাই হতে চলেছে চলতি মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে জিদানের শেষ ম্যাচ।