নিউজ ডেস্ক : তেলেঙ্গানায় মে মাসের ১ তারিখ থেকে বলবৎ করা হয়েছে লকডাউন। ১৪ তারিখ পর্যন্ত সময়ে সারা রাজ্যে পুলিশ মাস্ক না পরায় বিভিন্ন ব্যক্তিদের কাছে থেকে জরিমানা বাবদ আদায় করেছে মোট ৩১ কোটি টাকা, জানিয়েছেন তেলেঙ্গানার ডিজিপি মেহেন্দর রেড্ডি। একই সময়ে পুলিশ ৩৩৯৪১২ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে মাস্ক পরার কারণে। ২২০০০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সামাজিক যোগাযোগ বিধি অন্যান্য করার জন্য। ৯৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কালোবাজারির সঙ্গে যুক্ত থাকার জন্য।
তেলেঙ্গানাতে করোনা সংক্রমনের শৃংখল ছিন্ন করার জন্য মে মাসের শুরু থেকে বলবৎ করা লক ডাউন নিয়ে পর্যালোচনা করার জন্য তেলেঙ্গানা হাইকোর্টে একটি শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ, সাইবারাবাদ সহ বিভিন্ন শহরের পুলিশ কমিশনাররা। সেখানে তেলেঙ্গানা ডিজিপির তরফ থেকে রাজ্য পুলিশ যে লক ডাউন সফল করতে কতটা কঠোর ভাবে কাজ করছে তার রিপোর্ট পেশ করেন। তবে হাইকোর্ট রাজ্য সরকারকে আরো সতর্ক হতে পরামর্শ দিয়েছে এবং রাজ্যে চলমান করোনা ভ্যাকসিনেশন কর্মসূচিতে গতি আনতে বিভিন্ন এনজিও দের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছে।