এই মুহূর্তে রাজ্যের দুই মন্ত্রী, জেল হেফাজতে রাজ্যের দুই মন্ত্রী। এক বিধায়ক-সহ ৪ নেতার গ্রেফতারিতে উত্তাল রাজ্য রাজনীতি। গত সোমবার নারদ-কাণ্ডে ওই গ্রেফতারির পর নিজাম প্যালেসের সামনে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। যা নিয়ে এনিয়ে গত কয়েকদিনে রাজ্য -সিবিআই সংঘাত চরমে উঠেছে।
এভাবে নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখে রীতিমত রুষ্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর তাই এবার সিবিআই-এর তরফে এই ঘটনার রিপোর্ট চাওয়া হল কলকাতা পুলিশের কাছে। কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করল সিবিআই।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ১৭ মে অর্থাত্ সোমবার নিজাম প্যালেসের সামনের পরিস্থিতিতে পুলিশের ভূমিকা কী ছিল? গ্রেফতারির কথা জানানো সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হল না? চার হেভিওয়েটে বাড়িতে যাওয়ার আগে সিবিআই-এর তরফে লোকেশন পাঠানো হয়েছিল কলকাতা পুলিশকে। যথাযথ পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছিলেন তাঁরা। ওই দিন সকালেই ইমেল মারফত আবেদন করা হয়।
এর পাশাপাশি গ্রেফতারের পর নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের সময় কত পুলিশ ফোর্স ছিল?সেই বাহিনী কার নেতৃত্বে মোতায়েন করা হয়েছিল? বিক্ষোভকারীরা কতজন ছিলেন? তাঁদের মধ্যে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, যাবতীয় বিষয় জানতে চাওয়া হয়েছে রিপোর্ট।