নিউজ ডেস্ক : গো বলয়ে আবার গো সন্ত্রাসীদের তান্ডব। এবার মেরাদাবাদে এক মুসলিম মাংস ব্যবসায়ীকে গণপিটুনির শিকার হতে হল গো রক্ষ্ক নামক সন্ত্রাসীদের হাতে। এবার উত্তর প্রদেশের কাটঘর থানা এলাকায় এই ঘটনা ঘটল। তবে গো সন্ত্রাসীদের বর্বরোচিত আক্রমনের পর সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করার পরিবর্তে গুরুতর আহত মুসলিম যুবক মুহাম্মদ শাকিরকেই গ্রেফতার করে যোগীর পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা এখনও গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন মেরাদাবাদ এর পুলিশ সুপারিনটেনডেন্ট প্রভাকর চৌধুরী।
গত রবিবার কাটঘর থানা এলাকায় স্থানীয় মাংস ব্যবসায়ী মুহাম্মদ শাকিরকে ঘিরে ধরে মারধর শুরু করে মনোজ ঠাকুর নামে এক গো সন্ত্রাসীর নেতৃত্বাধীন গো রক্ষকরা। গুরুতর আহত শাকির কে আবার গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিশ। পরে জামিনে ছাড়া পান তিনি। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। তারপর থেকে যোগীর রাজ্যের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে।