করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জায়া মীরা ভট্টাচার্য

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

buddha_1

করোনা মুক্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। আজ সোমবার বেলা ১১টায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তিনি পাম এভিনিউতে অবস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী ফ্লাটে ফিরে গেছেন। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও করোনা আক্রান্ত হলেও তিনি বাড়িতে আছেন। জানা গেছে,আগামী ৭ দিন তাঁকে বাড়িতেই নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত মীরার অবস্থা স্থিতিশীল। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। স্ত্রী-র সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও করোনায় আক্রান্ত হন। তিনি এই মুহূর্তে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। এমনিতেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেবের। তবে তিনি হাসপাতালে যেতে রাজি হননি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর