২৬ মে থেকে ভারতে নিষিদ্ধ হতে পারে ফেসবুক টুইটার

ভারতের নতুন ডিজিট্যাল গাইডলাইন মানা না হলে আগামীকাল অর্থাৎ ২৬  মে বুধবার থেকে ভারতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হতে পারে। এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের বিধি না মানলে বুধবার থেকে বন্ধ করা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলি। বিধি মানার ব্যাপারে কেন্দ্রীয় সরকার শেষ সময়সীমা দিয়েছিল মঙ্গলবার।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমগুলিকে তিনমাস সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল সরকার, সেই তিনমাসের মধ্যে তাদেরকে সরকারের দেওয়া গাইডলাইন মেনে কাজ করতে হত। কিন্তু এখন পর্যন্ত সরকারের সেই গাইডলাইনের সাথে সহমত হয়নি সামাজিক মাধ্যম সংস্থাগুলি।

 তাই আজকের মধ্যে তারা বিধি মানার শর্ত পূরণ না করলে রাত বারোটার পর থেকে এদেশে অচল করে দেওয়া হবে  ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মত সোশ্যাল মিডিয়াগুলি। জানা গেছে, সোশ্যাল মিডিয়াগুলির কাছে ভারতে তাদের অফিসের  ঠিকানা, কন্টাক্ট পারসনের ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর এবং আপত্তিকর কনটেন্ট প্রকাশ হলে কে ব্যবস্থা নেবে? তা জানতে চাওয়া হয়েছিল। জানা গেছে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ট্যুইটার তাদের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এই শঙ্কায় ভারত সরকারের নির্দেশ মানেনি। কেন্দ্রীয় সরকারও বিষয়টি হালকাভাবে নেয়নি। মঙ্গলবার  মধ্যরাতের মধ্যে তথ্যগুলি জমা না পড়লে বুধবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

Latest articles

Related articles