(শামীম সরকার )কিশোরগঞ্জ সংবাদদাতা :
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় বাড়ির উঠোনে খেলতে খেলতে বাড়ি লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে রওজা মনি নামে দুই বছর বয়সী একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার কোদালিয়া হাই স্কুল সংলগ্ন এক বাড়িতে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।
রওজা মনি ওই এলাকার মোস্তফা মিয়ার শিশুকন্যা।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির উঠোনে খেলা করছিল ওই শিশু। এসময় বাড়ির অন্য লোকজনের চোখ ফাঁকি দিয়ে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সে।
পরে উঠোনে শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা।
দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।