Monday, March 3, 2025
28 C
Kolkata

ফের তৃণমূলের পথে মুকুল, শুভ্রাংশু? ভাঙন রোধে মুকুলকে ফোন মোদির!

নিউজ ডেস্ক : মুকুল রায় এবার কি সত্যিই আবার তৃণমূলের পথে? বাড়ল গুঞ্জন। গতকাল মুকুল পত্নীকে দেখতে অভিষেকের হাসপাতালে যাওয়ার পর বিজেপি শিবিরেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিস্তর অস্বস্তি। আর সে কারণে মুকুলকে বিজেপির সঙ্গ ত্যাগ করা আটকাতে তাকে আজ সকালে ফোন করলেন স্বয়ং মোদি। বেলা ১০ টায় ২ মিনিটের একটু বেশি সময় ধরে মুকুলের সঙ্গে কথা বলেন মোদি। বিজেপি সূত্রে বলা বলা হয়েছে মোদি মুকুল পত্নীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে ফোন করেছিলেন। তবে এই ফোনের রাজনৈতিক তাৎপর্য অনেক এবং তা সুস্পষ্ট।

 

বিজেপি শিবিরে শুভেন্দু ছাড়া বহু প্রাক্তন তৃণমূল নেতা এখন ঘর ওয়াপসীর দিকে ঝুঁকে আছেন। এই দলে নাম রয়েছে গত লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির ঈর্ষণীয় পারফরমেন্সের নায়ক মুকুল এবং তার পুত্র শুভ্রাংশু রায়ের, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে মোদি নিজে তাকে ফোন করায় সত্যি বিজেপি যে আসন্ন লোকসভা নির্বাচনে মমতাকেই মূল প্রতিদ্বন্দ্বি হিসেবে ভাবছে সেটা পরিষ্কার হয়ে গেল।

 

করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের স্ত্রী। বর্তমানে তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। গতকাল তাঁকে দেখতে হঠাৎই ওই হাসপাতালে যান যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তখন হাসপাতালে ছিলেন না মুকুল রায়। তাঁর পুত্র তথা বিজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কথা হয়। বিষয়টিতে চাঞ্চল্য সৃষ্টি রাজ্য রাজনীতিতে। পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায় তার জন্য রাতে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তারপরও অবস্থা খারাপ বুঝে মুকুলকে কাছে টানতে ফোন মোদির।

 

গতকাল অভিষেকের হাসপাতাল সফরের পর থেকেই তার তৃণমূলে যোগ দেওয়ার গুঞ্জন বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য এর আগে মুকুলের সঙ্গে তৃণমূলের সঙ্গে কোনরকম সখ্যতা দেখায়নি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আবার বিধানসভা ভোটে নিজের নারাজি সত্বেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তারপরেও তার পরিবর্তে তার থেকে বহু পরে বিজেপিতে যোগ দান করা শুভেন্দু কে বিরোধী দলনেতা করা হয়। এই সব ব্যাপারে মুকুলের প্রতিক্রিয়া ছিল, ” কখনো কখনো মানুষকে চুপ করে থাকতে হয়। যা বলার সময় হলে বলব।” তারপর থেকে সংবাদ মাধ্যমের সামনে আসতে দেখা যায়নি তাকে। অন্যদিকে মুকুল পুত্র নির্বাচনের পর তৃণমূলের বিরুদ্ধে তেমন কিছুই বলেননি বরং তৃণমূল স্তুতি শোনা গিয়েছে তার গলায়। উল্টে তিনি বিজেপিকে উপদেশ দিয়েছেন নির্বাচিত একটা সরকারের সমালোচনা করার ব্যাপারে। এই সব কিছুই একটা নির্দিষ্ট দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধরা। আর তা হল বাপ ব্যাটার বিজেপি ত্যাগ এবং তৃণমূলে প্রত্যাবর্তন। তবে আসলে ঠিক কি হতে যাচ্ছে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।

Hot this week

আবারও দাম বাড়ল রান্নার এলপিজি সিলিন্ডারের : অপনার পকেটে কতটা টান পড়বে ?

নতুন মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে,...

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহণ দপ্তর

পরীক্ষার দিনে ছাত্রছাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর বিশেষ বাস...

রমজানে আল-আকসা রক্ষায় ফিলিস্তিনিদের ঐক্যের আহ্বান হামাসের

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী জঙ্গি সংগঠন হামাস, ফিলিস্তিনিদের...

ইউরোপ-আমেরিকা সম্পর্কে লাগল বিশাল ফাটলসৌজন্যে ট্রাম্প-জ়েলেনস্কির বাদানুবাদে ভেস্তে যাওয়া বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির...

Topics

আবারও দাম বাড়ল রান্নার এলপিজি সিলিন্ডারের : অপনার পকেটে কতটা টান পড়বে ?

নতুন মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে,...

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহণ দপ্তর

পরীক্ষার দিনে ছাত্রছাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর বিশেষ বাস...

রমজানে আল-আকসা রক্ষায় ফিলিস্তিনিদের ঐক্যের আহ্বান হামাসের

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী জঙ্গি সংগঠন হামাস, ফিলিস্তিনিদের...

ইউরোপ-আমেরিকা সম্পর্কে লাগল বিশাল ফাটলসৌজন্যে ট্রাম্প-জ়েলেনস্কির বাদানুবাদে ভেস্তে যাওয়া বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির...

উত্তপ্ত পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সাতটি এফ-আই-আর দায়ের হয়েছে

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে...

Related Articles

Popular Categories