ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা নারদ মামলায় অভিযুক্ত চার নেতার

এদিন জামিনের শর্ত মেনে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন অভিযুক্ত চার তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টপাধ্যায় ও মদন মিত্র। আজ সকাল ১০ টা ৪০ মিনিটে আদালতে উপস্থিত হন এই চার হেভিওয়েট নেতা। গত ১৭ মে এই চার নেতাকে নারদা মামলায় গ্রেফতার করেছিল সিবিআই।
অনেক নাটকের পরে এই চার নেতাকে গ্রেফতার করেছিল সিবিআই। সেদিনই জামিন পেয়ে গেলেও রাতেই সিবিআই হাইকোর্ট থেকে জামিনের রায় স্থগিত করে।
এরপর শুনানির পর শুনানি চলে আদালতে। সিবিআইয়ের মূল ইস্যু ছিল দুটি, চার নেতার জামিন স্থগিত করা এবং মামলাটি রাজ্যের বাইরে নিয়ে যাওয়া। শেষে সুপ্রিমকোর্ট রায় দেয় মামলা থাকবে এখানেই। সেখানেই ২৫ মে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান এই চার নেতা। সেই শর্তেরই অন্যতম ছিল, নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দিতে হবে চারজনকে। সেই মতোই আজ সকালে হাজিরা দিলেন এই চার নেতা।

 

Latest articles

Related articles