ঘরছাড়াদের ঘরে ফেরাতে প্রশাসনকে নির্দেশ আদালতের  

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-06-04 at 2.27.11 PM

ভোট-পরবর্তী হিংসা মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্ট প্রশাসনকে নিশ্চিত করতে বলল ঘরছাড়ারা যেন নিজের ঘরে ফিরতে পারেন সেই ব্যবস্থা করতে হবে।  এমনকি সেই লক্ষ্যে ঘরছাড়াদের ঘরে ফিরতে লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষকে ইমেলের মাধ্যমেও অভিযোগ জানাতে বলেছে আদালত।
উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসার কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় অনেক মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন।এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আজ শুক্রবার সেই মামলার শুনানি হয় হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চে।

 বিচারপরতিরা বলেন, তাঁরা মনে করেন স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার রয়েছে, সন্ত্রাসের কারণে নিজের ঘরে ঢুকতে পারবে এটা কখনো হতে পারে না। তাই ঘরছাড়াদের প্রথমে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বেঞ্চ আরো জানায় যে, যারা ঘরে ফিরতে পারেননি তাঁরা রাজ্য লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন। কতগুলো অভিযোগ পড়ল তার তালিকা জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তারপরেও এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে আদালত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর