নিউজ ডেস্ক : আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের সেনাদের যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্থান থেকে সম্পূর্ণ প্রস্থানের এখনও ৩ মাস বাকি। তার আগেই আফগানিস্থানের পশ্চিমা দেশগুলোর সমর্থিত সরকার আশরাফ ঘানির সেনাবাহিনীকে পরাজিত করে দেশের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে তালিবান। গত শনিবার তালিবানের তরফে জানানো হয়েছে তারা ৪ প্রদেশের আরো ৫ টি জেলার নিয়ন্ত্রন নিয়েছে।
জাবুল প্রদেশের শিনকী জেলা, দাইকুন্ডি প্রদেশের গিজাব জেলা, হেরাত প্রদেশের ফার্সি জেলা। এটি দ্বিতীয়বারের মতো তালেবানদের নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নুরিস্তান প্রদেশের দোয়াব এবং নুর গ্রাম জেলা।
খবরের সূত্রে জানা গেছে, নুরিস্তান প্রদেশের জেলাগুলো দখলের পর গ্রামের প্রবীন লোকদের অনুরোধে সরকারি বাহিনীকে ছেড়ে দিয়েছে তালেবান সদস্যরা। টুইটারে গত শনিবার আফগান তালিবানের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আমরা ৪ টি প্রদেশের আরো ৫ টি জেলা আশরাফ ঘানি সরকারের বাহিনীর নিয়ন্ত্রণ মুক্ত করেছি। সরকারিভাবে তালিবানের দাবি না মানলে ও বলা হয়েছে আফগান সেনাবাহিনী কৌশলগত কারণে ওই ৫ টি জেলা থেকে সরে এসেছে। এর আগেও তালিবানের তরফ থেকে ৪ টি জেলা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল। গত ১ সপ্তাহে আফগানিস্থানে তালিবান এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘাতে অন্তত ৪০ জন সেনা এবং সাধারন মানুষ মৃত্যু বরণ করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে আশরাফ ঘানি সরকারের মুখপাত্র জানিয়েছে, গত মে মাসে তালিবানের হামলায় ২৫০ জনের বেশি সেনা এবং সাধারন মানুষ নিহত হয়েছেন। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আফগানিস্থান থেকে বিদেশি সব সেনা প্রস্থান করবে। আর সেই উপলক্ষেই আফগানিস্থানে আশরাফ ঘানি সরকারকে সরিয়ে সেখানে তালিবান শরীয়ত ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করতে চায় বলে দাবি করছে সশস্ত্র গোষ্ঠীটি। ইতিমধ্যেই, সরকারি সেনাবাহিনীর থেকে কয়েক গুণ বেশি সদস্য বিশিষ্ট তালিবান যোদ্ধারা আফগানিস্থানের প্রায় এক তৃতীয়াংশ নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে।