নিউজ ডেস্ক : নিজেকে বলিউডের সবথেেকে বেশি আয়কর দাতা অভিনেত্রী হিসেবে দাবি করে থাকেন গেরুয়া শিবিরের অঘোষিত কর্মী কঙ্গনা রানাওয়াত। কিন্তু সম্প্রতি কঙ্গনা জানিয়েছেন হাতে কাজ নেই তাঁর। তাই গত বছরের কর সময়মতো জমা দিতে পারেননি তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি শেয়ার করেছেন তিনি। নেট নাগরিকরা তার অর্থনৈতিক সংকট কাটাতে বিজেপির আইটি সেলে যোগ দিতে পরামর্শ দিয়েছেন।
ইনস্টা স্টোরিতে কঙ্গনা জানিয়েছেন, দেশের সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দাতাদের মধ্যে তিনি অন্যতম। বলিউডের অভিনেত্রীদের মধ্যে তিনিই সব থেকে বেশি আয়কর দিয়ে থাকেন। আয়ের ৪৫ শতাংশই কর হিসেবে দেন বলে দাবি বিজেপি ঘনিষ্ট এই অভিনেত্রীর। কিন্তু অর্থ সংকটের কারণে এই বছর মাত্র অর্ধের কর দিতে পেরেছেন।
জীবনে অবশ্য প্রথমবার এই ধরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে কঙ্গনা জানিয়েছেন। ঠিক সময় আয়কর জমা দিতে না পারায় তাঁকে বাড়তি সুদও দিতে হবে। তবে অনেকে কঙ্গনার এটাকে আয়কর ফাঁকি দেওয়ার কৌশল হিসেবে ও দেখছেন। আবার নেট নাগরিকদের একাংশ তাকে ঠাট্টা করে বিজেপি আইটি সেলে ২ টাকার টুইট করার কাজে যোগ দিতে পরামর্শ দিয়েছেন।