দেবী দুর্গাকে যৌন কর্মীদের সঙ্গে তুলনা করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, সমর্থনে সোনু সুদ

নিউজ ডেস্ক : দেবী দুর্গাকে এবার যৌন কর্মীদের সঙ্গে তুলনা করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে সঠিকভাবে দেখলে বিষয়টি কিন্তু বিতর্কিত মোটেও না। এক্ষেত্রে সোনাগাছির যৌন কর্মীদের সঙ্গে তিনি দেবী দুর্গার তুলনা করেন তাদের দুর্দশাগ্রস্ত জীবনকে গৌরবান্বিত রূপ দিতে। উল্লেখ্য, করোনা কালে লকডাউনের সময় যৌন কর্মীদের অবস্থা খুবই খারাপ। কিন্তু এই অবস্থায় তাদের পাশে নেই কেউ। তাই তাদের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। এই উদ্যোগে তার সঙ্গে রয়েছেন ভারতের করোনা ত্রাণ এবং সাহায্য কার্যের প্রধান মুখ অভিনেতা সোনু সুদ।

 

 

করোনা আবহে লকডাউনের কারণে রোজগার বন্ধ যৌনকর্মীদের। এই চরম দুঃসময়ে সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়িয়ে সমাজের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। যৌনকর্মীদের দুর্দশার কথা শুনেই তাঁর অপর্ণা ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা। দুর্বারের প্রেসিডেন্ট বিশাখা লস্কর এবং সেক্রেটারি কাজল বসুর থেকে বিভিন্ন সময়ে যৌনকর্মীদের উপর যে হেনস্থা চলে, তার সমস্ত বিবরণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভাস্বর। অভিনেতা জানালেন, কোথাও দুর্গাপুজোর প্যান্ডেলে গেলে তাড়িয়ে দেওয়া হয় তাঁদের, যৌনকর্মীদের সন্তানদের সমাজের জঞ্জাল বলা হত প্রকাশ্যে। আক্ষেপ জানিয়ে ভাস্বর জানিয়েছেন, মানুষ এটাও জানেন না যে পতিতা পল্লির মাটি ছাড়া পুজো হয় না!

 

 

সোনু সুদের সহায়তায় সোনাগাছির যৌনকর্মীদের খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিস, স্যানিটাইজার, বেবি ফুড তুলে দিয়েছেন তারা। প্রাকৃতিক দুর্যোগের মাঝেই বৃষ্টিকে উপেক্ষা করে ত্রাণ বিতরণে হাত দিয়েছেন ভাস্বর নিজে। তার কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে যৌনকর্মীদের দশভূজার সঙ্গে তুলনা করেছেন অভিনেতা। লিখেছেন, ‘মাত্র দু’টো হাত নিয়েই এরা দশভুজার কাজ করছেন, আর আপনি স্বামী-পুত্র নিয়ে সংসার করে নিজেকে সুখী ভেবে জানতেও পারছেন না কখন আপনার স্বামীরত্ন আপনারই চোখে ধুলো দিয়ে আরও কিছু দশভুজার জন্ম দিয়ে আসছে।’ সোনু সুদ, ভাস্বর দুজনের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।

Latest articles

Related articles