পরীক্ষামূলকভাবে রাজ্যের কয়েকটি জায়গায় দুয়ারে রেশন প্রকল্প শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি এখনও শুরু হয়নি সব জেলায়। মনে করা হচ্ছে আগস্ট থেকেই শুরু হবে এই প্রকল্প, নবান্ন সূত্রে এমনটাই খবর। ভোটের আগে রাজ্যের প্রায় ৩ কোটি পরিবারের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। আর সেটিই বাস্তবায়িত করতে কোন পদ্ধতিতে এই প্রকল্প চলবে তার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে বড় বিষয় হল এই যে, এবার থেকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে আর রেশন পাওয়া যাবে না। আর এটির ফলে কতজন গ্রহীতা রেশন তোলেন আর এমন কতজন ভুয়ো কার্ডের মাধ্যমে রেশন নেন তা বুঝতে পারবে সরকার। তবে কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন রাজ্যবাসী, তা জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। দেখে নেওয়া যাক কী কী উপায় রয়েছে-
১) রেশন দোকানে সরাসরি গিয়ে করা যাবে আধার-রেশন লিঙ্ক
২) এছাড়াও ১১ নম্বর ফরৃম ফিল আপ করে এরিয়া ইন্সপেক্টর এর কাছে জমা দিতে হবে
৩) food.wb.gov.in এই পোর্টালে গিয়ে নিজেই করতে পারবেন
৪) রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে রেশন ও আধার কার্ড নিয়ে গেলেই লিঙ্ক করা যাবে
৫) হোয়াটসঅ্যাপ চ্যাট বুটেও আধার লিঙ্ক করা যাবে। ৯৯০৩০৫৫৫০৫ এই নম্বরে করতে হবে ম্যাসেজ
৬) এছাড়াও নতুন মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে এই রেশন-আধার লিঙ্কের জন্য। জুন মাসের শেষের দিক থেকে বাড়ি বাড়ি গিয়েও লিঙ্কের কাজ হবে।
এই মোবাইল অ্যাপ এর মাধ্যমে আরও বেশ কিছু সুবিধে পাওয়া যাবে
১) ই-রেশন কার্ড পাবেন গ্রাহকরা। সেক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে
২) উপভোক্তার কার্ড যে কোনও জেলার হোক না কেন, রেশন তুলতে পারবেন রাজ্যের অন্য জেলার থেকেও
৩) তবে এবার থেকে নিজের রেশন নিজেই তুলতে পারবেন। অন্য কেউ তুলে নিতে পারবে না। সেক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবস্থা শুরু হচ্ছে
৪) ই-বিল এর সুবিধা মিলবে। মোবাইলেই সমস্ত বিল পাওয়া যাবে রেশনের
৫) অনলাইনেই পরিবারের সকলের নাম সংযুক্ত করা যাবে
৬) এমনকী ঠিকানা পরিবর্তনও করা যাবে মোবাইলের মাধ্যমেই
তবে এই অ্যাপের মাধ্যমে আরও অনেক ফিচার মিলবে। সেই সঙ্গে রাজ্যে খুব শিগগিরিই শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প।
সূত্র : আজকাল