কোহলির পর আউট পূজারাও, ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত

সাউদাম্পটনঃ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও কোহলিকে ফেরালেন জেমিসন। ফের ভারতের ত্রাস হয়ে উঠছেন কিউই পেসার। কোহলির পর পূজারাকেও সাজঘরে ফেরালেন জেমিসন। এই পরিস্থিতিতে ইনিংস বাঁচানো ছাড়া আর কোনো উপায় থাকলোনা রাহানে, পন্তদের কাছে। প্রতিবেদন লেখা অবধি ভারতের স্কোর ৯৭/৪। তবে ম্যাচে ফয়সালা হবে নাকি অমীমাংসিত থেকে যাবে তা সময় বলবে।

Latest articles

Related articles