স্বস্তি গাড়ি চালকদের, ৩১ জুলাই পর্যন্ত বাড়ল রাজ্যে কর জমা দেওয়ার সময়সীমা

কলকাতা: করোনার কোপে জমে যাচ্ছে পথ কর। লকডাউনের জেরে আঞ্চলিক পরিবহন দফতরের কার্যলয়গুলি বন্ধ রয়েছে। ফলে গাড়িচালকরা জমা দিতে পারছেন না কর।

গত ২৮ ফেব্রুয়ারি যাঁদের গাড়ির পথ করের মেয়াদ শেষ হয়েছে, কোভিড পরিস্থিতির কারণে তাঁদের আরও ১৫ দিনের বর্ধিত সময় দিয়েছিল পরিবহণ দফতর। কিন্তু সেই বর্ধিত সময়ের সুবিধা তাঁরা নিতে পারেননি লকডাউনের জেরে।

এই পরিস্থিতিতে এ বার তাঁদের সুবিধার্থেই পথ কর জমা দেওয়ার মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়াল পরিবহণ দফতর। ফলে আপাতত স্বস্তি পেলেন গাড়ির মালিকরা।

Latest articles

Related articles