ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে খুন ফারাক্কায়

আব্দুস সামাদ,জঙ্গিপুর:- পুরনো ব্যাবসায়িক দ্বন্দ্বের জেরে  আবারও মুর্শিদাবাদের ফারাক্কা থানার কেদুয়া গ্রামে এক যুবক কে পিটিয়ে হত্যা। জানা যায় মৃত ব্যাক্তির নাম সাকিব ওস্তাদ বয়স আনুমানিক (২৫). মৃত ব্যাক্তির দাদা জানান ব্যাবসায়িক দ্বন্দ্বের জেরে গত রাত্রে পাথর ব্যাবসায়িক লুধু সেখের ছেলে হামু সেখের সাথে দেখা করতে যান সাকিব। আর সেখানেই তার সাথে পাথর ব্যবসায়ীর প্রথমে কথা কাটা কাটি হতে হতেই হাতাহাতি শুরু হয়।  হামূ শেখ সহ তার দল বল, রড,লাঠি,দিয়ে পিটিয়ে প্রাণে হত্যা করেন সাকিবকে। মৃত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হসপিটালে পাঠানো হয়েছে। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Latest articles

Related articles