এনবিটিভি ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা দু লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু এই করোনার বাড়বাড়ন্ত হতই না, যদি না লকডাউনের আগে ৫ দিন ট্রেন চালানোর অনুমতি দিত মোদি সরকার। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি এমনটাই।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘লকডাউন শুরুর আগে মোদি সরকার যদি গোটা ভারতবর্ষ জুড়ে অন্তত ৫ দিন ট্রেন চালিয়ে দিলে আজ দেশে করোনা থাকতোই না। এই করোনা কিন্তু বৃদ্ধিই পেত না’।
অনুব্রতর আরও দাবি, ভারতে করোনার বাড়বাড়ন্তের নায়ক মোদি সরকার। শুধু করোনা নিয়েই নয়, বীরভূমের তৃণমূল সভাপতি পরিযায়ী শ্রমিকদের এই দুর্ভোগের জন্যই নরেন্দ্র মোদিকে দায়ী করলেন। তাঁর বিস্ফোরক দাবি, ‘গোটা দেশেই পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন তাঁদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করছে কেন্দ্রের বিজেপি সরকার। অথচ ক্রমাগত মিথ্যা কথা বলে চলেছে বিজেপি বলেও অভিযোগ অনুব্রত মণ্ডলের।
পরিযায়ীদের সমস্যা নিয়ে তাঁর দাওয়াই, পরিযায়ী শ্রমিকরা কাজ না পেলে, খাবার না পেলে তাঁকে যেন ফোন করে। তাঁদের ১০০ দিনের কাজ দেওয়া হবে বলে এদিন জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল।