১লা জুলাই চিকিত্‍সক দিবসে ছুটি ঘোষণা মমতার

১লা জুলাই চিকিত্‍সক দিবসে ছুটি ঘোষণা মমতার। নিজেদের জীবনের বাজি রেখে চিকিত্‍সকেরা মানুষের সেবা করেন অহরহ। গত কয়েকমাসে দেশের পরিস্থিতি এবং সার্বিক কাঠামো মুখ থুবড়ে পড়েছিল যেভাবে তার থেকে এই সুস্থতার পিছনে রয়েছে  চিকিত্‍সকদের অক্লান্ত পরিশ্রম। রাজ্যেও ধীরে ধীরে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা।

কোভিড যোদ্ধাদের সম্মান প্রদান করতে তাই ১লা জুলাই কোভিড ওয়ারিয়র্স দের সম্মান প্রদানে ছুটি ঘোষণা করলেন তিনি। দেশে প্রথমবার চিকিত্‍সকদের সম্মান জানতে জাতীয় চিকিত্‍সক দিবসের ঘোষণা হয়েছিল ১৯৯১ সালে। দেশের এই কঠিন পরিস্থিতিতে করোনা যোদ্ধাদের জীবন বাজি রেখে দিন রাতের এই অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ এবং সম্মান জানিয়েই আজকের ছুটি ঘোষণা মমতার।

Latest articles

Related articles