মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও আগামীকাল অথাত্ বুধবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। এরই সাথে শনিবার পর্যন্ত এই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আজ বিকাল থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি বৃদ্ধি পাবে দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং , জলপাইগুড়ি , কালিংপং , আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্বাভনা রয়েছে।