হাসপাতালে ভর্তি করা হল বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি এই বর্ষীয়ান অভিনেতা। অভিনেতার সহকারী জানালেন, আপাতত স্থিতিশীল তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
গত দু’দিন ধরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষানিরীক্ষার পরে তাঁর ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। তার পরেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বুধবার সকালে সে তথ্য প্রকাশ্যে আসে।
অভিনেতার সহকারী এক জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘গত দু’দিন ধরেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তিনি স্থিতিশীল, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।’’
গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়ে অভিনেতা ঋষি কপূর এবং ইরফান খানের মৃত্যুর পরেই আচমকাই নাসিরুদ্দিনের অসুস্থতার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে চার দিকে। নেটমাধ্যম জুড়ে অভিনেতার সুস্থতা কামনা করতে থাকেন অনুরাগীরা। সেই সময়ে নাসিরুদ্দিনের ছেলে অভিনেতা ভিভান শাহ এই খবরের সত্যতা নিয়ে মুখ খোলেন। জানান, তাঁর বাবা সম্পূর্ণ সুস্থ। নিজের বাগান বাড়িতে স্ত্রী রত্না পাঠক শাহ এবং নাট্যদলের কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে চিন্তিত তাঁর অসংখ্য ভক্ত।