কোচবিহারঃ মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোচবিহার জেলায়। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বুধবার সকাল আটটা পর্যন্ত কোচবিহারে বৃষ্টিপাত হয়েছে ১১২.৬০ মিলিমিটার , মাথাভাঙায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে এইদিন ১৪৫.০০ মিলিমিটার। একইভাবে তুফানগঞ্জ বৃষ্টিপাত হয়েছে ১০৮.৫০ মিলিমিটার। প্রবল বৃষ্টিপাতের কারণে এবং পাহাড় থেকে জল ছাড়ার কারণে ক্রমাগত জল স্তর বৃদ্ধি পাচ্ছে কোচবিহার প্রতিটি নদীতে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে , মাথাভাঙ্গার মানসী নদী এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তিস্তা নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে। জলস্তর বৃদ্ধি পাচ্ছে তোরসা নদীতেও।