দশম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য বামন গোলা থানা এলাকায়। শুক্রবার সন্ধের দিকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বামন গোলা থানার মোদিপুকুর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম স্নেহা হালদার( 16)। বামন গোলা থানার শালালপুর এলাকায় বাড়ি তাঁর। কি কারণে আত্মহত্যা ওই ছাত্রী তা ঘটনার তদন্ত শুরু করেছে বামন গোলা থানার পুলিশ। শনিবার সকালে ময়না তদন্তের জন্য মৃতদেহ আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
Popular Categories