ইয়াসে হারিয়ে যাওয়া সুন্দরবনের প্রাণ ফিরিয়ে দিতে এগিয়ে এলেন মহিলারা

দক্ষিণ ২৪ পরগনা, ঝড়খালি: ইয়াস ঝড়ে হারিয়ে যাওয়া সুন্দরবনের প্রাণ ফিরিয়ে দিতে এগিয়ে এলেন এলাকার মহিলারা। আর নিজেরা উদ্যোগ নিয়ে ম্যানগ্রোভের কয়েকশো চারাগাছ মাতলা নদীর তীরে রোপণ করেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুন্দরবনের এলাকার সাধারণ মানুষ। ইয়াসে ভয়ঙ্কর তান্ডব লীলায় ধীরে ধীরে হারাতে বসেছে সুন্দরবনের রুপ ও সৌন্দর্য। ঝড়ের প্রভাবে সুন্দরবনের বনাঞ্চল নষ্ট হয়ে গিয়েছে।আর নতুন ম্যানগ্রোভ চারা গাছ রোপন করে নদীবাধ রক্ষা করা যাবে এবং সুন্দরবনের প্রাণ ফিরিয়ে দিতে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন। এমনই মানবিক চিত্র ধরা পড়ল সুন্দরবনে ঝড়খালি অঞ্চলে। নদী বাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবনের বিভিন্ন অঞ্চল যার কারণে সারা বছর আতঙ্কে ছায়াসঙ্গী হয়ে থাকে সুন্দর বন বাসির জনজীবন। তাই সুন্দরবনকে রক্ষা করতে এলাকার মহিলারা নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিলেন তারা।

Latest articles

Related articles