নিউজ ডেস্ক : গত ১ জুলাই থেকেই রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দিন বাস রাস্তায় নামলেও তারপর থেকে বাস চালাতে অস্বীকৃতি জানিয়েছে বাস মালিকদের সংগঠন। তাদের দাবি রাজ্য সরকারের তরফ থেকে বাসের ভাড়া বৃদ্ধি করতে হবে। কিন্তু এবার এর উল্টো রকম দাবি করল হুগলির চুঁচুড়া বাস মালিকরা। তাদের দাবি টোটো চলাচল বন্ধ করতে হবে। এদের জন্যই বেশিরভাগ যাত্রী হারাচ্ছে বাস। এমন অভিযোগ তাদের। এক্ষেত্রে তারা জানিয়েছেন, টোটো বন্ধ হলে আর বাস ভাড়া না বৃদ্ধি করা হলেও চলবে বাস।
জিটি রোডের ব্যান্ডেল থেকে উত্তর পাড়া পর্যন্ত যদি টোটো চলাচল বন্ধ করা হয় তাহলে বাস ভাড়া না বাড়িয়ে ও তারা রাস্তায় নামবে বলে জানিয়েছেন এলাকার বাস মালিকরা। এই ব্যাপারে জেলা প্রশাসনকে উদ্যোগ নিতে তারা আহ্বান জানিয়েছেন।
এদিকে, বাস চালকদের বক্তব্য, মালিকপক্ষ যখন বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে তখন অবশ্যই বৃহস্পতিবার থেকে বাস চালাব। এই লকডাউনে(Lockdown) সংসার কীভাবে চলছে তার খোঁজ নেয়নি মালিক পক্ষ বা সরকার। এখন বাস চালু হলে যদি তাতে ক্ষতি হয় তাহলে ফের কাজ হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।