বর্ধমান জেলার গলসি। অনেকদিন ধরেই বাকি রয়েছে রাস্তার কাজ। লকডাউনের জেরে তা আরও পিছিয়েছে। লকডাউন শিথিল হতেই রাস্তার কাজের টেন্ডার অনলাইনেই দেওয়ার কথা ছিল,যেমনটা বর্তমানে হয়। পার্টীর ফান্ডে টাকা আদায়ের লক্ষ্যে অনলাইন টেন্ডারকে অফলাইন করার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবী, এক মিটিং-এ পঞ্চায়েত প্রধান জানিয়েছেন বিডিও সাহেব এই টেন্ডার প্রক্রিয়াকে অফলাইন করতে বলেছেন,যাতে কাজ তাড়াতাড়ি হয়। প্রধানের এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী প্রশ্ন করতে থাকলে তখনই জবান বদলে ফেলেন প্রধান,বলেন বিডিও বলেননি,এ সিদ্ধান্ত তাদের নিজেরই। এ বিষয়ে প্রধানকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”আমি মহিলা প্রধান ,আমি এত কি করে জানব?”এই ঘটনার রেশ ধরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।