আমানত ফাউন্ডেশনের উদ্যোগে সাগর ব্লকে ‘ইয়াস’ বিধ্বস্ত ৪১০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210703_174452

এনবিটিভি ডেস্ক:  ‘আমানত’ ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমেরিকার ‘তাজ’ ও ‘জাকির সৈয়দ’ চ্যারিটেবল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দক্ষিন ২৪ পরগনা জেলার অন্তর্গত সাগর ব্লকের ধবলাট এবং সাগর পঞ্চায়েতের ১১ টি গ্রামের ৪১০ ‘ইয়াস’ বিধ্বস্ত দুর্গত পরিবারকে ত্রান বিতরণ করা হল আজ।

 

‘আমানত’ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ জানিয়েছেন,” ৫ কিলো চাল, ৫ কিলো আলু,২ কিলো পেঁয়াজ,১ কিলো ডাল,১ কিলো চিনি,১ কিলো সর্ষের তেল ও ২০০ গ্রাম দুধ একটি প্যাকেটে ভরে ওই সমস্ত মানুষদের সাহায্য করেছি আমরা। যাতে কিছুদিনের জন্য তাঁদের খাবারের সমস্যা মেটে।”

এদিন ত্রান বিতরণী টিমের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমানত’ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব জালালউদ্দিন আহমেদ, জনসেবা কোঅপারেটিভ ট্রেডিট সোসাইটির কলকাতা শাখার প্রেসিডেন্ট গোলাম মহম্মদ লাদলা, আমানত ফাউন্ডেশনের সদস্য জনাব সাবির আহমেদ এবং স্থানীয় সাগর ইমাম পরিষদের সভাপতি মুফতি মহম্মদ মুসলিম সাহেব।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর